
জাতিসংঘের সাধারণ পরিষদে দ্বি-রাষ্ট্র সমাধান ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রস্তাব বিপুল ভোটে গৃহীত হয়েছে। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৪২টি দেশ, বিপক্ষে গেছে মাত্র ১০টি দেশ এবং ১২টি দেশ ভোটদানে বিরত থেকেছে।
ভোটে বিরত থাকা দেশগুলো কোনো পক্ষেই সরাসরি অবস্থান নেননি। তবে যুক্তরাষ্ট্র, হাঙ্গেরি এবং আর্জেন্টিনাসহ ১০টি দেশ সরাসরি প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। বিশ্লেষকরা মনে করছেন, এত বিপুল ভোটে প্রস্তাব গৃহীত হওয়া আন্তর্জাতিক পরিসরে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি সমর্থনের শক্তিশালী বার্তা বহন করছে।
জাতিসংঘ দীর্ঘদিন ধরে ইসরায়েল-ফিলিস্তিন সংকটের সমাধানে দ্বি-রাষ্ট্র কাঠামোকে সবচেয়ে কার্যকর রাজনৈতিক সমাধান হিসেবে উল্লেখ করে আসছে। এবারের ভোট সেই অবস্থানকে আরও দৃঢ়ভাবে প্রতিফলিত করেছে।