সাতক্ষীরায় জুমার খুতবা দিতে গিয়ে মসজিদে মাদরাসা শিক্ষকের মৃত্যু

আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০৭:৩২:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৯-২০২৫ ০৭:৩২:৩৫ অপরাহ্ন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে জুমার খুতবা দিতে গিয়ে এক সাবেক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে যতিন্দ্রনগর সরদারবাড়ী জামে মসজিদে এ ঘটনা ঘটে।
 

নিহতের নাম সিদ্দিকুল ইসলাম (৭০)। তিনি মুন্সিগঞ্জ ইউনিয়নের যতিন্দ্রনগর গ্রামের মৃত আকবর হোসাইনের ছেলে।
 

স্থানীয়রা জানান, সেদিন তিনি ছোট ভাই আবুল হোসাইনের বাড়িতে বেড়াতে আসেন এবং দুপুরে স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। ইমামের অনুরোধে তিনি মুসল্লিদের উদ্দেশ্যে ইসলামী বয়ান শুরু করেন। বয়ান চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় পল্লী চিকিৎসক পরীক্ষা করে জানান, তিনি আর বেঁচে নেই।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]