নেত্রকোনার ধনু নদে স্পিডবোট দুর্ঘটনা: তিন শিশুসহ নিখোঁজ ৪

আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০৭:৩১:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৯-২০২৫ ০৭:৩১:১০ অপরাহ্ন

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ধনু নদে একটি স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে এক তরুণী ও তিন শিশুসহ চারজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

নিখোঁজদের মধ্যে রয়েছেন—বয়রা গ্রামের নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮), আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে লায়লা (৭), নোপায়েল মিয়ার মেয়ে উষা মনি (৫) এবং সামসু মিয়ার মেয়ে সামিয়া (১১)।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, আন্ধাইর গ্রামের রানা মিয়ার বিয়ের বরযাত্রী বহনের জন্য ভাড়ায় আনা একটি স্পিডবোট বিয়ের অনুষ্ঠানের আগে বাড়ির কয়েকজনকে নিয়ে নদীতে ঘুরতে বের হয়। মাঝনদে দ্রুতগতিতে একটি বাল্কহেড পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি নৌকার সঙ্গে ধাক্কা লাগে। এতে স্পিডবোটটি উল্টে যায়। উপস্থিতদের মধ্যে অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও চারজন নদীতে ডুবে নিখোঁজ হন।
 

ঘটনার খবর পেয়ে মদন ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। তবে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজদের সন্ধান মেলেনি। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, নিখোঁজদের খুঁজতে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে রওনা দিয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]