ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বায়তুল মুকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু

আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০৬:৩৩:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৯-২০২৫ ০৬:৩৩:১৩ অপরাহ্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরি উপলক্ষে রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে শনিবার (১৩ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই মেলা চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত।
 

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত বইমেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। তবে ছুটির দিনে মেলা শুরু হবে সকাল ১০টা থেকে। প্রায় দেড় শতাধিক স্টলের পাশাপাশি মিশর, লেবানন ও পাকিস্তানের অন্তত পাঁচটি আন্তর্জাতিক স্টলও অংশ নিচ্ছে এবারের আয়োজনের সঙ্গে।
 

মেলায় পবিত্র কুরআনের অনুবাদ ও তাফসীর, হাদিসগ্রন্থ, ইসলামী দর্শন, গবেষণাধর্মী ও মৌলিক বইসহ নানা ধরনের ধর্মীয় প্রকাশনা পাওয়া যাবে। এছাড়া প্রতিদিনই থাকবে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, শিশু চত্বর, মিডিয়া কর্নার, তথ্যকেন্দ্র এবং মহিলাদের জন্য পৃথক বসার ব্যবস্থা।
 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান।
 

মেলা উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের স্টল এবং তাদের বিভাগীয় ও জেলা কার্যালয়ে প্রকাশিত বইগুলো ৪০ থেকে ৭০ শতাংশ ছাড়ে পাওয়া যাবে বলে আয়োজকরা জানিয়েছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]