
বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার এবং বিনিয়োগ বাড়াতে রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে দুই দেশের যৌথ প্রদর্শনী। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে বলেন, এই আয়োজন শুধু প্রদর্শনী নয়, বরং দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের অগ্রযাত্রা আরও গতিশীল করবে।
শুক্রবার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, গত এক বছরে বাংলাদেশে চীনের বিনিয়োগ প্রায় ৩০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তার মতে, এই প্রদর্শনী উদ্যোক্তাদের উদ্ভাবন ও সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি করবে, যা দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।
বাংলাদেশে চীনা দূতাবাস ও চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি) যৌথভাবে এই আয়োজন করছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এর অংশ হিসেবে প্রদর্শনীতে প্রকৌশল, অবকাঠামো, প্রযুক্তি, লজিস্টিকস, জ্বালানি, স্বাস্থ্যসেবা ও আর্থিক খাতের উদ্যোক্তারা অংশ নিয়েছেন।
শেখ বশিরউদ্দীন বলেন, এই উদ্যোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পৃক্ততায় নতুন দিগন্ত উন্মোচন করবে এবং পারস্পরিক সহযোগিতা আরও গভীর করবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি পদ্মা রেল লিংক ও কর্ণফুলী টানেলসহ চীনের অর্থায়নে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরে বলেন, এসব রূপান্তরমূলক প্রকল্প জাতীয় যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন ঘটিয়েছে, শিল্পায়নে সহায়তা করেছে এবং আঞ্চলিক বাণিজ্য পথকে আরও প্রসারিত করেছে।