নরেন্দ্র মোদির মণিপুর সফরের আগে বিজেপিতে বড় ভাঙন, উখরুলে ৪৩ নেতার একযোগে পদত্যাগ

আপলোড সময় : ১২-০৯-২০২৫ ১১:৪৫:১২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৯-২০২৫ ১১:৪৫:১২ পূর্বাহ্ন
 

মণিপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের ঠিক দু’দিন আগে বিজেপি অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছে। রাজ্যের উখরুল জেলার ফুংইয়ার বিধানসভা আসন থেকে একযোগে পদত্যাগ করেছেন দলের মণ্ডল সভাপতি, যুব, নারী ও কিষাণ মোর্চার সভাপতি এবং বুথ স্তরের বহু কর্মীসহ মোট ৪৩ জন নেতা।
 

পদত্যাগকারীরা অভিযোগ করেছেন, স্থানীয় নেতৃত্বকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না এবং দলে সমন্বয় ও যোগাযোগের অভাব দেখা দিয়েছে। তাদের দাবি, দীর্ঘদিন আনুগত্য বজায় রাখলেও বর্তমান পরিস্থিতি তাদের উদ্বিগ্ন করেছে। তাই তারা জনগণের স্বার্থে ভিন্ন পথে কাজ করতে চান।
 

এই গণপদত্যাগ এমন সময় ঘটল, যখন প্রধানমন্ত্রী প্রথমবারের মতো জাতিগত সহিংসতার পর মণিপুর সফরে যাচ্ছেন। তার সফরে সাড়ে আট হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ঘোষণা এবং চূড়াচাঁদপুর ও ইম্ফলে নানা প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে। তবে তার আগেই দলে ভাঙন বিজেপির জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
 

এদিকে রাজ্য বিজেপি নেতৃত্ব বিষয়টিকে গুরুত্বহীন হিসেবে দেখছে। তাদের মতে, পদত্যাগকারীরা আগে থেকেই দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। রাজ্য সহসভাপতি আওং শিমরাই হোপিংসন বলেছেন, এটি মূলত ব্যক্তিগত হতাশা ও উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন, যা রাজনৈতিক প্রচারের জন্য করা হয়েছে।
 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নাগা অধ্যুষিত অঞ্চলে বিজেপির ভিত্তি নড়বড়ে হয়ে যেতে পারে। মণিপুরের জটিল রাজনৈতিক প্রেক্ষাপটে গ্রামীণ নেতাদের এই ক্ষোভ দলের জন্য বড় সংকেত। উন্নয়ন প্রকল্পের ঘোষণা কি জনগণের আস্থা ফেরাতে যথেষ্ট হবে—এখন সেটিই সবচেয়ে বড় প্রশ্ন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]