জাকসু নির্বাচন: ১২ হলের ভোটগণনা শেষ, বাকি হলে চলছে গণনা

আপলোড সময় : ১২-০৯-২০২৫ ১১:৩৬:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৯-২০২৫ ১১:৩৬:২১ পূর্বাহ্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগণনায় অগ্রগতি হয়েছে। শুক্রবার ভোর পর্যন্ত ২১টি আবাসিক হলের মধ্যে ১২টির ভোটগণনা শেষ হয়েছে। অবশিষ্ট ৯টি হলে এখনও গণনা চলছে। সব হলে প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কেন্দ্রীয় সংসদের ব্যালট গণনা শুরু হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
 

কমিশনের এক সদস্য জানান, দুটি টেবিলে একসঙ্গে ভোটগণনার কাজ এগোচ্ছে। তবে ভোররাতে কিছু হলে প্রার্থীদের এজেন্ট উপস্থিত না থাকায় গণনা সাময়িকভাবে স্থগিত ছিল। যেখানে এজেন্টরা উপস্থিত ছিলেন, সেখানে ভোটগণনা অব্যাহত ছিল।
 

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট শেষে সব ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার পর থেকে গণনা শুরু হয়। পোলিং এজেন্টদের উপস্থিতিতে এই গণনা চলে, যেখানে মূলত হল সংসদের প্রার্থীদের প্রতিনিধিরা অংশ নেন।
 

নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক খো. লুৎফুল এলাহী সাংবাদিকদের জানান, বর্তমানে কেবল হল সংসদের ব্যালট গোনা হচ্ছে। জুমার নামাজের আগে কেন্দ্রীয় সংসদের গণনা শুরু হওয়ার সম্ভাবনা নেই, ফলে ফলাফল দুপুরের পর ঘোষণা হতে পারে।
 

তিনি আরও উল্লেখ করেন, সকাল থেকে টানা দায়িত্ব পালন করায় শিক্ষক ও কর্মকর্তারা ক্লান্ত হয়ে পড়েছেন। এর ফলে গণনার গতি কিছুটা মন্থর হয়েছে। তবে প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে কমিশন সচেষ্ট রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]