
কাতারে অবস্থানরত হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালায় বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। তবে ওই সময় নেতারা নামাজ পড়তে অন্যত্র যাওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান তারা। ব্রিটিশ আরবি গণমাধ্যম আশার্ক আল আওসাত–এর বরাত দিয়ে জেরুজালেম পোস্ট এবং জুইশ ক্রনিকালস এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, হামাস নেতাদের মোবাইল ফোন ট্র্যাক করে তাদের অবস্থান চিহ্নিত করে ইসরায়েলি বিমান বাহিনী। এরপর কাতারের আবাসিক এলাকার একটি ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। সেখানে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনায় বসেছিলেন হামাসের জ্যেষ্ঠ নেতা খলিল আল হায়াসহ কয়েকজন। তবে তারা নামাজ আদায় করতে গিয়ে ভবনের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান।
হামলায় সংশ্লিষ্ট ভবনটি ক্ষতিগ্রস্ত হলেও হামাস নেতাদের কোনো ক্ষতি হয়নি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, মূল অবস্থানে না থাকায় নেতারা অল্পের জন্য রক্ষা পান। তবে গোয়েন্দা নজরদারি ও মোবাইল ট্র্যাকিংয়ের বিষয়টি আবারও আলোচনায় এসেছে।
এর আগে একই কৌশলে ইরানে হামলা চালায় ইসরায়েল, যেখানে হামাসের মিত্র ইরানি কর্মকর্তাদের প্রাণহানি ঘটে। বিশ্লেষকরা বলছেন, মোবাইল ফোন ট্র্যাক করে হামলা চালানো ইসরায়েলের দীর্ঘদিনের কৌশল, যা আবারও নতুন করে সামনে এলো কাতারের ঘটনার মাধ্যমে।