জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

আপলোড সময় : ১২-০৯-২০২৫ ১১:০১:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৯-২০২৫ ১১:১৩:৫৪ পূর্বাহ্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন জান্নাতুল ফেরদৌস নামে এক পোলিং অফিসার। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে অসুস্থতার পর তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে পথেই তাঁর মৃত্যু হয়।

জান্নাতুল ফেরদৌস বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি প্রীতিলতা হলে পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন। বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শামীম রেজা জানান, নির্বাচনী দায়িত্ব পালনের অংশ হিসেবে সকালে ভোট গণনা সংক্রান্ত কাজে অংশ নিতে এসে দরজার সামনে হঠাৎ লুটিয়ে পড়েন জান্নাতুল ফেরদৌস। তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে নেয়া হলেও আর বাঁচানো যায়নি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]