তুরস্কে সিরিয়ান সেনা প্রশিক্ষণ, আলেপ্পো থেকে ধাপে সেনা প্রত্যাহার

আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০৭:১৯:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৭:১৯:১২ অপরাহ্ন
তুরস্ক নতুন নিরাপত্তা চুক্তির আওতায় সিরিয়ার সামরিক ও পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। মিডল ইস্ট আইয়ের তথ্যমতে, বর্তমানে তুরস্কের কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলের দুটি ঘাঁটিতে প্রায় ৩০০ জন সিরিয়ান সেনা ও কয়েকজন পুলিশ কর্মকর্তা প্রশিক্ষণ নিচ্ছেন। পরিকল্পনা অনুযায়ী, স্বল্পমেয়াদে অন্তত ৫,০০০ জন এবং মধ্য থেকে দীর্ঘমেয়াদে প্রায় ২০,০০০ জন সিরিয়ান কর্মীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
 
এদিকে, উত্তর আলেপ্পো থেকে তুর্কি সেনা ধাপে ধাপে সরিয়ে নেওয়া হচ্ছে। সেনাদের পাশাপাশি সরঞ্জাম ও সরবরাহও সিরিয়ার সরকারি প্রশাসনের হাতে হস্তান্তর করা হচ্ছে। ইতিমধ্যে আজাজ ও জারাব্লাসের সামরিক ঘাঁটিগুলো সিরিয়ার প্রশাসনিক নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। পর্যবেক্ষকদের মতে, এ উদ্যোগ আঞ্চলিক নিরাপত্তা সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]