মানিকগঞ্জে পারিবারিক কলহে ছেলের হাতে মায়ের মৃত্যু

আপলোড সময় : ১১-০৯-২০২৫ ১১:৫১:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৯-২০২৫ ১১:৫১:০০ পূর্বাহ্ন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে মায়ের মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চক মিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে এই ঘটনা ঘটে।
 

নিহত রানী ভদ্র (৬৪) ওই গ্রামের মৃত ফটিক চন্দ্র ভদ্রের স্ত্রী। হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে রবি চন্দ্র ভদ্রের (৪২) বিরুদ্ধে।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মা-ছেলের মধ্যে পারিবারিক বিরোধ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে রবি চন্দ্র ভদ্র ধারালো বঁটি দিয়ে রানী ভদ্রের গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যার পরপরই অভিযুক্ত ছেলে বাড়ি থেকে পালিয়ে যায়।
 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রবিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]