দোহায় ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ সৌদি আরব, আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান

আপলোড সময় : ১১-০৯-২০২৫ ১০:৪৮:০৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৯-২০২৫ ১০:৪৮:০৮ পূর্বাহ্ন

কাতারে ইসরায়েলি বিমান হামলার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব। বুধবার (১০ সেপ্টেম্বর) রিয়াদে শুরা কাউন্সিলের সভায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র কাতারের ওপর এ ধরনের আগ্রাসন বন্ধে আরব, ইসলামিক ও আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নিতে হবে। একইসঙ্গে তিনি আশ্বাস দেন, সৌদি আরব কাতারের পাশে থাকবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলি হামলায় অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি মন্তব্য করেন, দোহায় এই হামলা গাজায় শান্তি প্রক্রিয়াকে অনিশ্চিত করে তুলতে পারে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ইসরায়েলি সেনাবাহিনী কাতারের রাজধানী দোহায় হামাসের শীর্ষ নেতাদের অবস্থান টার্গেট করে অন্তত ১২টি বিমান হামলা চালায়। ইসরায়েলের দাবি, এ অভিযান চালানো হয়েছে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের সহযোগিতায়। কাতার এ ঘটনাকে “কাপুরুষোচিত কাজ” বলে অভিহিত করেছে।

এই হামলার পটভূমিতে কয়েকদিন আগেই ইসরায়েলি সেনাপ্রধান ইয়ার জামির বিদেশে থাকা হামাস নেতাদের হত্যার হুমকি দিয়েছিলেন। সেই হুমকির ঘণ্টাখানেক পরই দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ান সার ঘোষণা করেন, ইসরায়েল যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা মেনে নিয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]