
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এদিন সকালেই বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে পৌঁছে দেওয়া হয় ব্যালট বাক্স ও অন্যান্য সরঞ্জাম, যা পোলিং এজেন্টরা গ্রহণ করেন। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৪৩ জন। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন প্রার্থী, তবে অমর্ত্য রায়ের প্রার্থিতা নিয়ে জটিলতা রয়েছে। জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন, যদিও প্রচারণার শেষ দিনে সৈয়দা অনন্যা ফারিয়া তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এজিএস পদে পুরুষ শাখায় ১০ এবং নারী শাখায় ৬ জন প্রার্থী লড়ছেন। বাকি ২১টি পদেও একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলেই ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে—এর মধ্যে ১১টি কেন্দ্রে ছাত্র এবং ১০টি কেন্দ্রে ছাত্রীদের ভোটগ্রহণ চলছে। এবার মোট বুথ সংখ্যা ২২৪টি এবং দায়িত্ব পালন করছেন ১৩৪ জন কর্মকর্তা।
ভোটগ্রহণ শেষ হবে বিকাল ৫টায়। এরপর পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলে ভোট গণনা শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।