
স্পেন ইসরায়েলের অর্থমন্ত্রী ইটামার স্মোটরিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভিরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই সিদ্ধান্ত অনুযায়ী উভয় মন্ত্রী স্পেনে প্রবেশ করতে পারবেন না।
এর আগে একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল স্লোভেনিয়া, যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস। এই পদক্ষেপের ফলে স্পেন ইউরোপের চতুর্থ দেশ হিসেবে এই ধরণের ব্যবস্থা নিল।
ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, স্মোটরিচ ও গভিরের ওপর শেনজেন অঞ্চলের ২৯টি দেশের প্রবেশ নিষেধাজ্ঞা প্রয়োগের প্রক্রিয়া চলছে। এতে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের ২৫টি দেশ এবং চারটি অ-ইইউ দেশ: আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড এবং লিচেনস্টেইন।
এই নিষেধাজ্ঞা ইসরায়েলের সাম্প্রতিক নীতি ও কার্যক্রমের কারণে ইউরোপীয় দেশগুলোর প্রতিক্রিয়ার অংশ হিসেবে দেখা যাচ্ছে।