পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ করল এনবিআর

আপলোড সময় : ১০-০৯-২০২৫ ১১:৫৪:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৯-২০২৫ ১১:৫৪:৪৪ অপরাহ্ন

পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা সেল। বুধবার (১০ সেপ্টেম্বর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)-এর মহাপরিচালক আহসান হাবীব এ তথ্য নিশ্চিত করেন।
 

সিআইসি সূত্রে জানা গেছে, জব্দ করা লকারটির নম্বর ১২৮। এর দুইটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। এছাড়া ব্যাংকে শেখ হাসিনার অ্যাকাউন্টে ১২ লাখ টাকা এবং শেখ রেহেনার সঙ্গে যৌথভাবে থাকা ৪৪ লাখ টাকার এফডিআরও জব্দ করা হয়েছে।
 

তবে পূবালী ব্যাংক জানিয়েছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট–বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর নির্দেশে ইতোমধ্যেই শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ১২৪টি অ্যাকাউন্টের পাশাপাশি উক্ত লকারও ২০২৪ সালের ১১ মার্চ জব্দ করা হয়েছিল। দুদকও পূবালী ব্যাংকের এই বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছে।

 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]