নেপালের ধাদিং কারাগারে বন্দিদের বিক্ষোভে সেনার গুলি, নিহত ২

আপলোড সময় : ১০-০৯-২০২৫ ০৮:০১:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৯-২০২৫ ০৮:০১:৫৭ অপরাহ্ন

নেপালের ধাদিং জেলা কারাগারে বন্দিদের বিক্ষোভ ও পালানোর চেষ্টা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী গুলি চালালে দুই বন্দি নিহত ও অন্তত সাতজন আহত হন। জেলা প্রশাসক বিজয়রাজ সুবেদি এ তথ্য নিশ্চিত করেছেন।
 

বুধবার দুপুর আড়াইটা নাগাদ এ ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম ‘সেতুপতি’র খবরে বলা হয়, নিহতদের একজন ধাদিং জেলার বেনিঘাট রোরাং-৪ এলাকার ৭৫ বছর বয়সি জিতবাহাদুর ঘলে এবং অন্যজন নওয়ালপরাসি পশ্চিমের সুনওয়াল-১২ এলাকার ৩৬ বছর বয়সি ইন্দ্রবাহাদুর দালা। আহতরা মানব পাচার, ধর্ষণ ও মাদক মামলার সাজাপ্রাপ্ত বন্দি, যাদের চিকিৎসার জন্য একইদিনে কাঠমান্ডু পাঠানো হয়েছে।
 

প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল থেকে কারাগারের ভেতরে বন্দিরা স্লোগান দিতে শুরু করে এবং ভাঙচুর চালায়। তারা আগুন লাগিয়ে দেয়, যা পরে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আনে। এ সময় বন্দিরা কাজের সরঞ্জাম ব্যবহার করে নিরাপত্তাকর্মীদের আক্রমণের চেষ্টা চালায় এবং তালা ভেঙে পালানোর প্রস্তুতিও নেয়।
 

প্রশাসক সুবেদি জানান, বন্দিদের দাবি ছিল কাঠমান্ডুতে মুক্তি পাওয়া রবি লামিছানেকে হয় ধাদিং কারাগারে নিয়ে আসতে হবে, না হলে তাদেরও মুক্তি দিতে হবে। সকাল থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে চলা অস্থিরতা প্রথমে পানি ছিটিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। কিন্তু পরিস্থিতি আরও অবনতি হলে বিকেলে সেনারা গুলি চালায়।
 

বর্তমানে কারাগার এলাকা সেনাবাহিনীর কঠোর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]