বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হয়েছে ৪৮ ঘণ্টার হরতাল। হরতালের প্রথম দিন সকালেই জেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও মিছিলের ঘটনা ঘটে।
আন্দোলনের অংশ হিসেবে খুলনা-ঢাকা, খুলনা-বরিশাল, খুলনা-মোংলা, মোংলা-ঢাকা ও বাগেরহাট-ঢাকা মহাসড়কসহ মোট ১৬টি রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে অন্তত ২১ জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন এবং বিকল্প যানবাহনে বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে।
আন্দোলনকারীদের অভিযোগ, নির্বাচন কমিশন বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষাকে অগ্রাহ্য করেছে। তাদের মতে, জেলার ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, মোংলা বন্দর, ইপিজেড-শিল্পাঞ্চল এবং দুটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের গুরুত্ব বিবেচনায় চারটি আসন বহাল রাখা জরুরি।
তাদের আশঙ্কা, আসন কমে গেলে রাজনৈতিক প্রতিনিধিত্বের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান ও সরকারি সেবা বঞ্চনার শিকার হবে বাগেরহাটবাসী। তাই নির্বাচন কমিশনের কাছে চারটি আসন বহালের দাবি পুনর্ব্যক্ত করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।