ডাকসু ভিপি পদে বিপুল ব্যবধানে সাদিক কায়েমের জয়

আপলোড সময় : ১০-০৯-২০২৫ ০৯:১০:৩১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৯-২০২৫ ০৯:২৩:১৯ পূর্বাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা ফলাফলে তিনি মোট ১৪ হাজার ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন।
 
ঘোষিত ফল অনুযায়ী, সাদিক কায়েমের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৬৫৮ ভোট। তৃতীয় স্থানে থাকা স্বতন্ত্র জোটের প্রার্থী উমামা ফাতেমা পান ২ হাজার ৫৪৯ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পান ২ হাজার ৩৮৫ ভোট। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ থেকে আব্দুল কাদের ৬৬৮ এবং প্রতিরোধ পর্ষদের প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি পেয়েছেন মাত্র ১১ ভোট। ফল প্রকাশের পর আবিদুল ইসলাম খান, উমামা ফাতেমা ও আব্দুল কাদের নির্বাচনী কারচুপির অভিযোগ এনে ফল প্রত্যাখ্যান করেন।
 
সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং বর্তমানে কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক। নির্বাচনী প্রক্রিয়া চলাকালেও তিনি ছাত্রদলের বিরুদ্ধে অনিয়ম ও প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন। চূড়ান্ত ফলাফলে দেখা যায়, সব কেন্দ্রেই তিনি বড় ব্যবধানে জয়ী হলেও জগন্নাথ হলে তার প্রাপ্ত ভোট ছিল মাত্র ১০, যেখানে আবিদুল ইসলাম খান পান ১ হাজার ২৭৬ ভোট।
 
এবারের নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ভোটার ছিলেন ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ভোটার সংখ্যা ছিল ২০ হাজার ৯১৫। ডাকসুতে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হল সংসদের মোট ২৩৪টি পদে লড়েছেন আরও ১ হাজার ৩৫ জন প্রার্থী। ফলে প্রতিটি শিক্ষার্থীকে এবার মোট ৪১টি ভোট দিতে হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]