ডাকসু নির্বাচনের কেন্দ্রে কেন্দ্রে ছাত্রদলের বিক্ষোভ, ভোটগণনায় কারচুপির অভিযোগ

আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ১১:৫৩:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ১১:৫৩:৩৪ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা বিভিন্ন কেন্দ্রে বিক্ষোভ প্রদর্শন করেছেন। নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ব্যালট গণনার স্বচ্ছতা নিশ্চিত করতে না পারায় তারা প্রতিবাদ জানিয়েছেন। 
 

ছাত্রদলের সহ-সভাপতি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নেতৃত্ব দিয়ে ভোট গণনার গণ্ডগোল ও প্রশাসনের ভোট দেখানোর অস্বচ্ছতাকে কেন্দ্র করে স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন। এর পর টিএসসি কেন্দ্রে তারা ভোট গণনা প্রদর্শন চেয়েও প্রশাসন অনুমতি না দেয়ায় উত্তেজনার সৃষ্টি হয়। ছাত্রদল সমর্থিত প্রার্থীরা অভিযোগ করেন, টিএসসিতে স্থাপিত এলইডি স্ক্রিনে ব্যালট বাক্স দেখা যাচ্ছিল না, তাই ভোট গণনা দেখতে তারা ভিতরে যেতে চাইলেও বাধা পায়। দীর্ঘ সময় অবস্থান নিয়ে শেষ পর্যন্ত তারা মিছিল করে সিনেট ভবনের দিকে যান এবং ‘ভোট চোর’ স্লোগান দিতে থাকেন।
 

বিক্ষোভের সময় গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা ও স্বতন্ত্র এজিএস প্রার্থী হাসিবুল ইসলাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আবিদুল ইসলাম খান বলেন, “শিবিরের প্রার্থীরা বিভিন্ন কেন্দ্রে ভোট গণনা দেখতে পাচ্ছে, কিন্তু আমাদের অনুমতি কেন দেওয়া হচ্ছে না? এতে প্রশাসনের প্রতি আমাদের বিশ্বাস প্রশ্নবিদ্ধ হচ্ছে। বিভিন্ন কেন্দ্রে কারচুপির অভিযোগ উত্থান হয়েছে, প্রশাসন কেন এমন করে, বুঝতে পারছি না।”

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]