ডাকসু নির্বাচন বানচালের চেষ্টা প্রতিহত করতে প্রশাসনের পদক্ষেপ দাবি সাদিক কায়েমের

আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ০৮:৪৪:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ০৮:৪৪:০৯ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন ভিপি প্রার্থী সাদিক কায়েম। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে ঢাবির সিনেট ভবনের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন বানচালের যেকোনো চেষ্টা শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।
 

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, কিছু মহল পরিকল্পিতভাবে ডাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগও জমা দেয়া হয়েছে বলে জানান তিনি। সাদিক কায়েম দাবি করেন, যারা এ চেষ্টায় জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে।
 

তিনি আরও বলেন, “ডাকসু নির্বাচন আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের নেতৃত্ব নির্বাচন করবে। তাই যেকোনো অপচেষ্টা রুখতে হবে।”
 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের অন্য নেতৃবৃন্দও, যাদের মধ্যে ছিলেন জিএস প্রার্থী এস এম ফরহাদ এবং এজিএস প্রার্থী মুহা. মহিউদ্দীন খান। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, যাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এবং নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]