ডাকসু নির্বাচনে ব্রেইল পদ্ধতিতে ভোট দিয়ে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর উচ্ছ্বাস, জাতীয় নির্বাচনে পরিসর বৃদ্ধির দাবি

আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ০৩:৪৯:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ০৩:৪৯:৩৬ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রথমবারের মতো ব্রেইল পদ্ধতিতে ভোট প্রদান দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ভিন্ন রকম অভিজ্ঞতা হয়ে উঠেছে। সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী ফারুক হাওলাদার ওই পদ্ধতিতে নিজের ভোট দিতে পেরে একে চমৎকার অভিজ্ঞতা বলে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, স্বাধীনভাবে ও নিজের ইচ্ছেমতো ভোট দিতে পারার আনন্দ তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে।
 

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উদয়ন স্কুল কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফারুক হাওলাদার। তিনি বলেন, “আজ আমি সত্যিই খুশি। ব্রেইল পদ্ধতিতে নিজের পছন্দ অনুযায়ী ভোট দিতে পেরেছি। এ উদ্যোগের সঙ্গে যুক্ত ডাকসু কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সবাইকে আমি অন্তর থেকে শুভকামনা জানাই।”
 

শুরু থেকে ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করা এই শিক্ষার্থী আরও জানান, নিজের পরিচিত পদ্ধতিতে ভোট দিতে পেরে তার বিশেষ ভালো লাগছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যৎ জাতীয় নির্বাচনেও যেন দৃষ্টি প্রতিবন্ধী ভোটারদের জন্য এ ধরনের ব্যবস্থা রাখা হয়।
 

এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। নির্বাচনে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]