ডাকসু নির্বাচনে আগাম ভোটচিহ্ন নিয়ে বিতর্ক, অভিযোগ অস্বীকার করল কর্তৃপক্ষ

আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ০৩:১১:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ০৩:১১:৫৬ অপরাহ্ন

ডাকসু নির্বাচনে টিএসসি কেন্দ্রের এক ভোটকক্ষে ব্যালট পেপারে পূর্বেই ভোটচিহ্ন দেওয়া ছিল বলে অভিযোগ তুলেছেন প্যানেলভুক্ত প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা। তবে নির্বাচনী কর্মকর্তারা অভিযোগটি অস্বীকার করে জানিয়েছেন, ঘটনাটি উদ্দেশ্যমূলকভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা হতে পারে বা ব্যক্তিগত ভুল থেকেও সৃষ্টি হতে পারে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
 

প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠার অভিযোগ, তার পরিচিত এক ভোটার বুথে গিয়ে দেখেন ব্যালট পেপারে আগে থেকেই প্রার্থী সাদিক কায়েম এবং এস এম ফরহাদের নামের পাশে চিহ্ন রয়েছে। এ বিষয়ে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ড. নাসরিন সুলতানা জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথেই পুরো কেন্দ্রের ব্যালট পেপার পরীক্ষা করা হয়, কিন্তু তাতে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি। তার মতে, ভোটকেন্দ্রে প্রবেশের পরই এমন অভিযোগ তোলা সম্ভব নয়। এরপরও সংশ্লিষ্ট ভোটারকে নতুন একটি ব্যালট পেপার দেওয়া হয়েছে।
 

রোকেয়া হলের রিটার্নিং কর্মকর্তা রুমানা পারভীন এনি বলেন, যথারীতি ব্যালট প্রদান করার পর ওই ভোটার কিছুক্ষণ বুথের ভেতরে ছিলেন। পরে বের হয়ে পূর্বচিহ্নিত ব্যালটের অভিযোগ করেন। কমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তদন্ত করে কোনো প্রমাণ মেলেনি। তিনি অভিযোগকারীর ভুলের সম্ভাবনা উড়িয়ে দেননি। পাশাপাশি তিনি মনে করেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করার উদ্দেশ্য থেকেও এমন অভিযোগ আনা হতে পারে।
 

ঘটনার পর ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং একপর্যায়ে কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন। পরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ যাচাইয়ের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]