
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ভারতের বাজারে নিয়ে এসেছে তাদের ফ্ল্যাগশিপ সিরিজের নতুন ডিভাইস—গ্যালাক্সি এস২৪। শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ (৪ ন্যানোমিটার) প্রসেসর এবং উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচারের সঙ্গে প্রিমিয়াম সেগমেন্টে নতুনত্ব যোগ করেছে এই মডেলটি। উৎসবের মরশুমে ফ্লিপকার্ট সেলে বিশেষ ছাড়ে কেনার সুযোগ থাকছে ক্রেতাদের জন্য।
গ্যালাক্সি এস২৪-এ রয়েছে ৬.২ ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ২৬০০ নিটস উজ্জ্বলতা। সুরক্ষার জন্য রয়েছে স্যামসাং নক্স। কোম্পানি ঘোষণা করেছে ৭ বছরের অপারেটিং সিস্টেম ও সিকিউরিটি আপডেট, যা দীর্ঘমেয়াদি ব্যবহারে বাড়তি সুবিধা দেবে।
ক্যামেরা সেকশনে তিনটি রিয়ার সেন্সর রয়েছে—৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং ১০ মেগাপিক্সেল টেলিফটো। সামনে রয়েছে ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এআই জুম ও নাইটোগ্রাফি ফিচার যোগ হওয়ায় ছবি ও ভিডিওর মান আরও উন্নত হয়েছে।
ডিভাইসটিতে গ্যালাক্সি এআই ফিচার সাপোর্ট রয়েছে। ব্যবহারকারীরা লাইভ অনুবাদ, ইন্টারপ্রিটার মোড, চ্যাট ও নোট সহায়তা, জেমিনি লাইভ এবং এআই এডিটিং টুলসের সুবিধা পাবেন।
৪০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ফাস্ট চার্জিং সুবিধা, যা একদিনের ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম।
দাম ও ভ্যারিয়েন্ট:
✔ ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ – ৭৪,৯৯৯ রুপি
✔ ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ৭৯,৯৯৯ রুপি
গ্যালাক্সি এস২৪-এর নতুন সংস্করণ প্রিমিয়াম ফিচার, শক্তিশালী প্রসেসর, দীর্ঘ সফটওয়্যার সাপোর্ট এবং গ্যালাক্সি এআই ফিচারের কারণে এই উৎসবের মরশুমে ক্রেতাদের নজর কাড়তে প্রস্তুত।