ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হলেও শুরু থেকেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) অভিযোগ করেছেন, অনেক প্রার্থী নিষিদ্ধ এলাকাতেও লিফলেট বিতরণ করছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে টিএসসি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “১০০ গজের মধ্যে লিফলেট বিতরণ নিষিদ্ধ থাকলেও কিছু প্রার্থী নিয়ম মানছেন না। আমরা চাই একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ডাকসু নির্বাচন।”
তিনি আরও বলেন, “যেই বিজয়ী হোক না কেন, আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় থাকুক। আশা করি সবাই মিলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নতুনভাবে সাজাতে পারব।”
ভিপি প্রার্থী জানান, এখন পর্যন্ত ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে।