ইউক্রেনের চার সেনার রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ, কিয়েভে ড্রোন হামলায় নিহত ৪

আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ১০:৪২:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ১০:৪২:৪৫ পূর্বাহ্ন

রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, ইউক্রেনের চার সেনা যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের কাছে আত্মসমর্পণ করেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) প্রকাশিত একটি ভিডিওর বরাতে প্রতিবেদনে বলা হয়, ক্র্যাসনি লিমান সেক্টরে ইউক্রেনের ৫৩তম পৃথক যান্ত্রিক ব্রিগেডের সেনাদের আটক করেছে রাশিয়ার ২৫তম সম্মিলিত সামরিক বাহিনী।
 

বন্দি হওয়া সেনারা হলেন— ফিওদর লেশচেঙ্কো, ইভান ট্রোশিন, নিকোলে লেভচেঙ্কো এবং রুসলান টেসলেনকভ। টেসলেনকভকে সম্প্রতি ইউক্রেনের নেপ্রোপেট্রোভস্ক অঞ্চলের পোকরভে পাঠানো হয়েছিল।
 

এদিকে, পশ্চিমা দেশগুলোর যুদ্ধবিরতির প্রচেষ্টার মধ্যেই কিয়েভে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের সরকারি ভবনগুলো লক্ষ্য করে পরিচালিত এ হামলায় অন্তত চারজন নিহত এবং আরও অনেকে আহত হন।
 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের আলাস্কায় অনুষ্ঠিত বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সুবিধা দিয়েছেন। রবিবার এবিসি নিউজে সম্প্রচারিত সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। গত ১৫ আগস্ট পুতিন ও ট্রাম্পের মধ্যে ওই বৈঠক হয়, যা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার কূটনৈতিক প্রচেষ্টার অংশ ছিল। যদিও বৈঠক থেকে বড় কোনো অগ্রগতি আসেনি, উভয় পক্ষ একে ইতিবাচক ধাপ হিসেবে উল্লেখ করেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]