নেপালে দুর্নীতিবিরোধী আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়ার আশঙ্কায় ভারত-নেপাল সীমান্তে সতর্কতা জারি করেছে ভারত। সীমান্ত নিরাপত্তা জোরদার করতে সশস্ত্র সীমা বল (এসএসবি) অতিরিক্ত নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভারতীয় সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, সোমবার (৮ সেপ্টেম্বর) হাজারো যুবক নেপালের পার্লামেন্ট ভবনে প্রবেশ করে ব্যাপক বিক্ষোভ করে। সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ এবং সরকারি দুর্নীতির অভিযোগ এই বিক্ষোভের মূল কারণ। ঘটনাটির পর ভারত সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করে।
এসএসবির এক কর্মকর্তা ভারতের সংবাদ সংস্থা এএনআইকে জানান, নেপালের পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সতর্কতাটি পূর্বসতর্কতামূলক। তিনি বলেন, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তে কঠোর নজরদারি চালানো হচ্ছে।”
কর্মকর্তারা জানান, সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে, বিভিন্ন চৌকিতে কড়া তল্লাশি চলছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জনসাধারণের স্বাভাবিক চলাচল বজায় রাখার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করার কাজ করছে এসএসবি।
উল্লেখ্য, ভারত-নেপাল সীমান্ত প্রায় ১ হাজার ৭৫১ কিলোমিটার দীর্ঘ, যা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও সিকিম রাজ্যের মধ্য দিয়ে বিস্তৃত। দুই দেশের নাগরিকরা অবাধে সীমান্ত অতিক্রম করতে পারলেও প্রতিবেশী দেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দিলে ভারতের সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়ে থাকে। এসএসবি আশ্বস্ত করেছে, নেপালের অস্থিরতা যেন ভারতের ভেতরে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তারা।