রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলায় নিহত রাসেল, অজ্ঞাত ৪ হাজার জনের বিরুদ্ধে মামলা

আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ১০:২৯:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ১০:২৯:৪৫ পূর্বাহ্ন

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় নিহত রাসেল মোল্লার মৃত্যুর পর হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা আজাদ মোল্লা বাদী হয়ে সোমবার রাতে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন, যেখানে অজ্ঞাত ৪ হাজার জনকে আসামি করা হয়েছে।
 

পুলিশ সূত্রে জানা যায়, নিহত রাসেল মোল্লা (২৮) গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের বাসিন্দা। তিনি দরবারের ভক্ত হিসেবে গত বৃহস্পতিবার নুরাল পাগলার দরবারে প্রবেশ করেন। পরদিন শুক্রবার দরবারে হামলা-ভাঙচুর চলাকালে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু সেখানে ফের হামলার শিকার হন রাসেল। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
 

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব মঙ্গলবার সকালে জানান, রাসেলের হত্যার ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।
 

উল্লেখ্য, দরবারের কর্ণধার নুরাল পাগল গত ২৩ আগস্ট বার্ধক্যজনিত কারণে মারা যান। পরদিন রাতেই তাকে দরবারের ভেতরে বেদির ওপর প্রায় ১২ ফুট উঁচু করে দাফন করা হয়, যা নিয়ে এলাকায় তীব্র আলোচনার সৃষ্টি হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]