ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশে। মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। শিক্ষার্থীরা বলছেন, ভোট দিতে গড়ে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগছে। অনেকেই জীবনের প্রথম ভোট দিচ্ছেন বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
ভোটারদের মধ্যে অনেকে রাত জাগার পর ভোরেই কেন্দ্রে এসে লাইনে দাঁড়ান। এক শিক্ষার্থী জানান, তিনি সারারাত ঘুমাননি, ভোরের দিকে এসে লাইনে দাঁড়িয়ে প্রথম ভোট দিতে পেরে দারুণ আনন্দ অনুভব করছেন। দীর্ঘ সময় অপেক্ষা করেও ভোটারদের মুখে কোনো বিরক্তির ছাপ নেই, বরং নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আবহ তৈরি হয়েছে।
শিক্ষার্থীরা মনে করছেন, ডাকসুর এই ভোট কেবল প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া নয়, বরং এটি আনন্দ-উৎসবের মতো একটি অভিজ্ঞতা। ভোট দিয়ে অনেকেই ছবি তুলছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন। তাদের বিশ্বাস, এখান থেকেই তৈরি হবে ভবিষ্যতের নেতৃত্ব।
এবারের নির্বাচনে একজন শিক্ষার্থীকে মোট ৪১টি ভোট দিতে হবে। এর মধ্যে ডাকসুর ২৮টি এবং প্রতিটি হল সংসদে ১৩টি পদে ভোট দেওয়া হচ্ছে।