ডাকসু ও হল সংসদ নির্বাচন আজ: শাহবাগসহ রাজধানীর কয়েকটি সড়ক বন্ধ থাকবে

আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ০৭:৩৪:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ০৭:৩৬:১১ পূর্বাহ্ন

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে যানবাহন চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, রাজধানীর শাহবাগ, হাইকোর্ট, নীলক্ষেত, শহীদুল্লাহ হল এবং পলাশী ক্রসিংসহ কয়েকটি গুরুত্বপূর্ণ মোড় সাময়িকভাবে বন্ধ থাকবে।
 

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখী সব ধরনের যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। চালক ও যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার গাড়ি এই ডাইভারশনের বাইরে থাকবে।
 

ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় এলাকায় আগে থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছাত্রসংসদের এই নির্বাচন দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। যানবাহন চলাচলে ডাইভারশনের কারণে নগরবাসীর সাময়িক অসুবিধা হতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিকল্প রুট ব্যবহারের আহ্বান জানিয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]