ফারুক: এতদিন আওয়ামী লীগ খেলেছে, এবার জনগণের খেলার সময়

আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ১১:৩০:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ১১:৩০:৫৮ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে ব্যাহত করতে পার্শ্ববর্তী দেশ থেকে ষড়যন্ত্র চলছে এবং নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে। তিনি মনে করেন, এ পরিস্থিতি মোকাবিলার দায়িত্ব সরকারের। তার ভাষায়, “এতদিন আওয়ামী লীগ খেলেছে, এখন জনগণের খেলার সময় এসেছে।”
 

আগামীকাল (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমানের নির্দেশনায় একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ছাত্রদল বিজয়ী হবে বলে আশাবাদী। পাশাপাশি তিনি সরকারের প্রতি আহ্বান জানান, যাতে কোনোভাবেই এই নির্বাচন প্রতিহত না করা হয়।
 

ফারুক আরও বলেন, শেখ হাসিনার পতনের পর দেশে গণমাধ্যম স্বাধীনতা পেয়েছে। তবে সাম্প্রতিক সময়ে পাওয়া সেই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য নানামুখী ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে মব সৃষ্টির চেষ্টা চলছে। এ ধরনের পরিস্থিতি সামাল দেওয়া সরকারের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

২০২৬ সালের জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, সন্ত্রাসমুক্ত নির্বাচন আয়োজন সম্ভব বলে তারা আত্মবিশ্বাসী। এ বিষয়ে তিনি নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আস্থা প্রকাশ করেন এবং নির্বাচন কমিশনকে নির্বাচনের আগে যথাযথ সহযোগিতা দেওয়ার আহ্বান জানান।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]