হায়দরাবাদের ঐতিহ্যবাহী মসজিদে রোহিঙ্গা আশ্রয় নিয়ে বিতর্ক

আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ১০:৫৫:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ১০:৫৫:৫০ অপরাহ্ন
ভারতের হায়দরাবাদের সুলতানপুরে অবস্থিত জামে হুসাইনিয়া মসজিদ ও দারুল উলুম নোমানিয়া মাদ্রাসা বন্ধের দাবি তুলেছে স্থানীয় বিজেপি নেতারা। তারা অভিযোগ করেছেন, প্রতিষ্ঠানটির সরকারি অনুমোদন নেই এবং সেখানে রোহিঙ্গা শরণার্থীদের রাখা হচ্ছে। তবে মসজিদের পরিচালনাকারী মাওলানা আকবর অভিযোগগুলো খণ্ডন করে বলেছেন, সব ছাত্রই স্থানীয় এবং বিতর্ক আসলে মসজিদের জমি দখলের উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে।
হায়দরাবাদের সুলতানপুর এলাকায় থাকা জামে হুসাইনিয়া মসজিদ এবং দারুল উলুম নোমানিয়া মাদ্রাসা নিয়ে সম্প্রতি নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় বিজেপি নেতারা দাবি করেছেন, প্রতিষ্ঠানগুলোর সরকারি অনুমোদন নেই এবং রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার মাধ্যমে নিয়মবহির্ভূত কার্যক্রম চালানো হচ্ছে। রামাকৃষ্ণ রেড্ডি, বিজেপি নেতা, বলেছেন, "অনুমতি ছাড়া প্রতিষ্ঠানটি চলছে, তাই তা বন্ধ করা উচিত।"
 
মসজিদের পরিচালনাকারী মাওলানা আকবর এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, "সব ছাত্রই তেলেঙ্গানার স্থানীয় বাসিন্দা। এই অভিযোগগুলি মূলত মসজিদের বিশাল জমি দখলের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।" স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে যে, প্রজন্মের পর প্রজন্ম ধরে সমাজে সেবা দিয়ে আসা এই প্রতিষ্ঠানটি রাজনৈতিক উদ্দেশ্যে টার্গেট করা হচ্ছে।
 
এর পেছনের প্রেক্ষাপটও গুরুত্বপূর্ন। আন্তর্জাতিক পর্যায়ে, আরাকান থেকে ধেয়ে আসা রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার। ভারতের কিছু এলাকায় তাদের গ্রহণ বা আশ্রয় প্রদানের বিষয়ক বিতর্ক চলছে। অনেক রোহিঙ্গা অভিযোগ করেছেন যে, ভারতীয় প্রশাসন তাদের বাধ্য করছে বাংলাদেশ বা আরাকানে ফিরে যেতে।
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]