বাংলার আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য: পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে রক্তিম ‘ব্লাড মুন’

আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ১০:৪৯:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ১০:৪৯:৫৫ পূর্বাহ্ন

সারাবিশ্বের মতো বাংলাদেশিরাও প্রত্যক্ষ করলো এক অনন্য মহাজাগতিক ঘটনা—পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। রোববার (৭ সেপ্টেম্বর) রাতে আকাশে ভরাট পূর্ণিমার চাঁদ ধীরে ধীরে পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে রক্তিম আভায় রূপ নেয়। বিরল এ দৃশ্য ‘ব্লাড মুন’ দেখতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে মানুষ ছাদে ও উন্মুক্ত স্থানে রাত গভীর পর্যন্ত চোখ রাখেন আকাশে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বাংলাদেশ সময় রাত ৯টা ২৭ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হয়। রাত সাড়ে ১১টায় পূর্ণগ্রহণ শুরু হয়ে ১২টা ১১ মিনিটে কেন্দ্রীয় গ্রহণে পৌঁছায়। এরপর রাত ১২টা ৫৩ মিনিটে গ্রহণের সমাপ্তি শুরু হয় এবং রাত ২টা ৫৬ মিনিটে চাঁদ স্বাভাবিক রূপে ফিরে আসে। টানা প্রায় ৮২ মিনিট স্থায়ী এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি ২০২২ সালের পর দীর্ঘতম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঢাকাসহ দেশের আকাশে পূর্ণিমার ভরাট চাঁদ ও তার রক্তিম রূপ দেখার সুযোগে চন্দ্রপ্রেমীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনেকে বাইনোকুলার ও টেলিস্কোপ নিয়ে ছাদে ভিড় করেন। শিশু, কিশোর, তরুণ-তরুণী থেকে প্রবীণ পর্যন্ত নানা বয়সী মানুষ এই দৃশ্য উপভোগ করেন।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, পূর্ণাঙ্গভাবে চন্দ্রগ্রহণ দেখা গেছে পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত বিস্তৃত অঞ্চলে। তবে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার বেশিরভাগ এলাকা ও ক্যারিবীয় অঞ্চলে এই মহাজাগতিক দৃশ্য দৃশ্যমান হয়নি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]