
চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে চলছে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি। সোমবার সকাল থেকেই হরতালের সমর্থনকারীরা জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়।
হরতালের কারণে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি, বন্ধ রয়েছে জেলার ১৬টি রুটের যান চলাচল। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। যারা জরুরি প্রয়োজনে বের হয়েছেন, তাদেরকে বাড়তি ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে।
সকালে শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, দশানীর মোড়, খান জাহান আলী মাজার মোড়, মুনিগঞ্জ সেতু ও দরতলা নতুন সেতুর টোলপ্লাজা এলাকায় যানবাহন বন্ধের প্রভাব সবচেয়ে বেশি চোখে পড়ে। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকলেও সীমিত সংখ্যক ব্যাটারি চালিত ইজিবাইক, ভ্যান ও রিকশা চলাচল করতে দেখা গেছে।
হরতাল ঘিরে জেলা নির্বাচন অফিস, জেলা প্রশাসকের কার্যালয় ও জজ আদালত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে। এসব অফিসের গেটে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।