বগুড়ায় ফিলিং স্টেশনের ক্যাশিয়ার হত্যার ঘটনায় মূল অভিযুক্ত রতন গ্রেফতার

আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ১০:২৪:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ১০:২৪:২৭ পূর্বাহ্ন

বগুড়ায় শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার ইকবাল হোসেন (২৬) হত্যার মূল অভিযুক্ত রতনকে গাজীপুরের মৌচাক এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে এ হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর রোববার রাত ৮টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বগুড়া, তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি ইনচার্জ ইকবাল বাহার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন হত্যার দায় স্বীকার করেছে। সে জানায়, ফিলিং স্টেশন থেকে তেল চুরির অভিযোগে ভুল বোঝাবুঝির শিকার হয়ে মালিকের হাতে চড় খাওয়ার পর ক্ষোভ থেকে এ হত্যাকাণ্ডের পরিকল্পনা করে। শনিবার রাতে অফিস কক্ষে হাতুড়ি দিয়ে ইকবালকে আঘাত করে হত্যা করে পালিয়ে যায় সে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতের শিফটে ইকবাল ও রতন দুজনেই কাজ করছিলেন। রোববার সকালে দিনের শিফটের কর্মচারীরা এসে ক্যাশ টেবিলের ওপর ইকবালের রক্তাক্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত ইকবাল সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া এলাকার আব্দুল করিমের ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে শহরের কাটনারপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গ্রেফতার হওয়া রতনের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে।

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, ধারালো অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ইকবালকে হত্যা করা হয়েছে। তবে ফিলিং স্টেশনের অর্থ বা অন্যান্য জিনিস খোয়া গেছে কি না, তা এখনও নিশ্চিত নয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]