ইসরায়েলের বিমানবন্দরে ইয়েমেনের ড্রোন হামলা, রামন এয়ারপোর্ট বন্ধ ঘোষণা

আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ১০:০৪:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ১০:০৪:৪৪ পূর্বাহ্ন

ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা ও একাধিক বিমানবন্দরে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। রোববার (৭ সেপ্টেম্বর) রাতে চালানো এ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি।
 

এক বিবৃতিতে তিনি জানান, রামন ও বেন গুরিয়ন বিমানবন্দর ছাড়াও নেগেভ, আশকেলন ও আশদোদ এলাকার সামরিক ও কৌশলগত স্থানে একযোগে হামলা চালানো হয়। হামলার ফলে রামন বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হয় ইসরায়েলি কর্তৃপক্ষ।
 

ইয়াহিয়া সারির দাবি, এই ড্রোনগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং ইসরায়েলি ও মার্কিন প্রতিরক্ষাব্যবস্থা তা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, সামরিক অভিযান আরও তীব্র করা হবে এবং গাজার প্রতি ইয়েমেনের সমর্থন অব্যাহত থাকবে।
 

স্থানীয় আল মাসিরাহ টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়াহিয়া সারি আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকেও সতর্ক করেন। তিনি বলেন, অধিকৃত ফিলিস্তিনের বিমানবন্দরগুলো আর নিরাপদ নয় এবং ধারাবাহিকভাবে সেগুলো টার্গেট করা হবে। তাই এয়ারলাইনগুলোর উচিত এসব এলাকা এড়িয়ে চলা।
 

ইয়েমেনি মুখপাত্র আরও জানান, ইসরায়েলি নেতৃত্ব জনগণকে ভ্রান্ত ধারণা দিচ্ছে। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সংবেদনশীল লক্ষ্যবস্তু রক্ষা করতে অক্ষম। তিনি স্পষ্ট করে দেন, গাজায় আগ্রাসন ও অবরোধ অব্যাহত থাকলে ইয়েমেনের সামরিক অভিযানও চলবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]