কক্সবাজারের হত্যা মামলার আসামি কুয়াকাটা থেকে র‌্যাবের হাতে গ্রেফতার

আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ১০:০০:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ১০:০০:৪৩ পূর্বাহ্ন

পটুয়াখালীর কুয়াকাটায় কক্সবাজারে দায়ের করা একটি হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মহিপুর থানার বিপিনপুর এলাকায় র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প ও র‌্যাব-১৫ কক্সবাজারের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
 

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো. ইব্রাহিম (২০)। তিনি কক্সবাজার জেলার উল্টাখালী গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে। র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
 

ঘটনার পটভূমিতে জানা যায়, গত ২ আগস্ট সকালে জীবিকার তাগিদে টমটম রিকশা নিয়ে বের হন সোহেল (১৭)। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে রামুর রশিদনগর ইউনিয়নের উল্টাখালী এলাকায় এক নালায় তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় নিহতের বাবা রিয়াজ উদ্দিন ৪ আগস্ট রামু থানায় হত্যা মামলা দায়ের করেন।
 

র‌্যাব জানায়, মামলার পরোয়ানাভুক্ত আসামি ইব্রাহিম মহিপুর এলাকায় অবস্থান করছেন— এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে তাকে গ্রেফতার করে মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]