আজ রাতে বাংলাদেশ থেকে দেখা যাবে বিরল পূর্ণগ্রাস রক্তিম চন্দ্রগ্রহণ

আপলোড সময় : ০৭-০৯-২০২৫ ১০:৪৭:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৯-২০২৫ ১০:৪৭:১১ পূর্বাহ্ন

আজ বিশ্বজুড়ে ঘটতে যাচ্ছে বিরল এক মহাজাগতিক ঘটনা—পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ৭ সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে এই গ্রহণ। খালি চোখে দেখা যাবে লালচে আভাযুক্ত ‘ব্লাড মুন’। বাংলাদেশ, ভারতসহ এশিয়ার আকাশ থেকেও এটি পর্যবেক্ষণ করা সম্ভব হবে, যদি আবহাওয়া মেঘমুক্ত থাকে।
 

বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এ গ্রহণের মোট স্থায়ীত্ব হবে ৭ ঘণ্টা ২৭ মিনিট। রাতের শেষ ভাগ থেকে ভোর পর্যন্ত চাঁদ আংশিক বা পূর্ণগ্রাস আকারে দৃশ্যমান থাকবে।
 

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, গ্রহণটি পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু হয়ে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা পর্যন্ত সম্পূর্ণভাবে দেখা যাবে। এর বাইরে ওই অঞ্চলের পূর্ব–পশ্চিম সীমান্তবর্তী এলাকায় আংশিক চন্দ্রগ্রহণও দেখা সম্ভব হবে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল এবং দক্ষিণ আমেরিকার বড় অংশ থেকে এ দৃশ্য পর্যবেক্ষণ করা যাবে না।
 

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বা ব্লাড মুন একটি মহাজাগতিক দৃশ্য, যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করে এবং পৃথিবীর ছায়া সরাসরি চাঁদের ওপর পড়ে। এর ফলে চাঁদ রক্তিম বর্ণ ধারণ করে, যা বিরল ও ব্যতিক্রমী দৃশ্য হিসেবে ধরা হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]