তেজগাঁওয়ে ঝটিকা মিছিল: মহিলা আওয়ামী লীগ নেত্রী নাহিদা নূর সুইটি গ্রেফতার

আপলোড সময় : ০৭-০৯-২০২৫ ০৬:৫৪:৩৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৯-২০২৫ ০৬:৫৪:৩৮ পূর্বাহ্ন

রাজধানীর তেজগাঁওয়ে রহিম মেটাল মসজিদের সামনে শুক্রবার জুমার নামাজের পর অনুষ্ঠিত আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত ঝটিকা মিছিলে নেতৃত্বের অভিযোগে মহিলা আওয়ামী লীগ নেত্রী নাহিদা নূর সুইটিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।
 

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, নাহিদা নূর সুইটি ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সদস্য হওয়ার পাশাপাশি কাফরুল থানা মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পূর্বে কাফরুল থানা ৯৪ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ জানায়, ঝটিকা মিছিল সংগঠনের মূল উদ্যোক্তা হিসেবে তার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে।
 

এর আগে, শুক্রবার রাতে একই ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে আওয়ামী লীগের আরও অন্তত ৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। মিছিলটি অনুমতি ছাড়া আয়োজন এবং জনস্বার্থে বিশৃঙ্খলা তৈরি করার অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]