লন্ডনে বিবিসির সাবেক সদর দফতরে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপলোড সময় : ০৬-০৯-২০২৫ ১১:০৪:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৯-২০২৫ ১১:০৪:৩০ অপরাহ্ন

লন্ডনের হোয়াইট সিটি এলাকায় বিবিসির সাবেক সদর দফতরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। নয়তলা ভবনটির ওপরের তলাগুলোতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় প্রায় ১০০ দমকলকর্মী ও ১৫টি ফায়ার ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোররাত স্থানীয় সময় সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ড শুরু হয়।
 

ভবনটি ২০১৩ সাল পর্যন্ত বিবিসির প্রধান কার্যালয় ছিল। বর্তমানে এখানে ফ্ল্যাট ও একটি রেস্তোরাঁ চালু রয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে ওই রেস্তোরাঁ ও বেশ কিছু ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তার স্বার্থে আশপাশের ভবন থেকেও মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
 

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, ঘটনাস্থল থেকে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে গুরুতর হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা আরও কয়েক ঘণ্টা সেখানে কাজ করবেন।
 

অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]