
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র গভীর আলোচনায় যুক্ত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় ওয়াশিংটনের হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য প্রকাশ করেন।
ট্রাম্প বলেন, “হামাসের সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা চলছে। আমি তাদের প্রতি আহ্বান জানাই—জিম্মিদের মুক্তি দিন। তাহলেই ইতিবাচক কিছু ঘটবে। কিন্তু গাজায় যদি জিম্মিদের আটকে রাখা হয়, তাহলে পরিস্থিতি জটিল হয়ে উঠবে।”
তিনি আরও উল্লেখ করেন, হামাসের হাতে বর্তমানে খুব কমসংখ্যক জীবিত জিম্মি থাকায় সমাধান পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে। তার ভাষায়, “যখন জিম্মির সংখ্যা ১০ থেকে ২০ জনে নেমে আসে, তখন যথেষ্ট উদ্যোগ না নিলে তাদের ফেরানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। অতিরিক্ত ছাড় দেওয়া মানেই আত্মসমর্পণের মতো অবস্থা তৈরি হয়, যা মোটেও কাম্য নয়।”
সম্প্রতি ইসরায়েলে যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ বেড়েছে। আন্দোলনকারীরা যুদ্ধ বন্ধ এবং বন্দিদের নিরাপদ মুক্তির দাবি জানাচ্ছেন। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, সাধারণ মানুষের এই প্রতিবাদ ইসরায়েলি সরকারের জন্য গাজায় সামরিক অভিযান চালিয়ে যাওয়া কঠিন করে তুলেছে। এর আগে গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দেওয়ার আহ্বান জানান। তিনি লিখেছিলেন, “দুই, পাঁচ বা সাত নয়—সকল জিম্মিকে ফিরিয়ে দিতে হবে। আর যদি হামাস এই পদক্ষেপ নেয়, তবে পরিস্থিতি ভালো দিকে যাবে।”