জাতীয় পার্টি কার্যালয়ে হামলায় উদ্বেগ ও নিন্দা জানাল বিএনপি

আপলোড সময় : ০৬-০৯-২০২৫ ০৯:১৮:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০৯-২০২৫ ০৯:১৮:৩৩ পূর্বাহ্ন
ঢাকার কাকরাইলস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি এ ঘটনাকে অগণতান্ত্রিক ও স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছে।
 
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, জাতীয় পার্টির কার্যালয়ে উচ্ছৃঙ্খল লোকজনের হামলা ও অগ্নিসংযোগ গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ গঠনের প্রত্যাশাকে ক্ষুণ্ন করেছে। বিএনপির মতে, এটি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক।
 
বিবৃতিতে আরও বলা হয়, গণতন্ত্রে বহুদলীয় অংশগ্রহণ অপরিহার্য। কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব বা সাংগঠনিক কর্মকাণ্ড জনগণের সমর্থনের ওপর নির্ভর করে, শক্তি প্রয়োগ বা হামলার মাধ্যমে তা রোধ করা গণতান্ত্রিক নীতির সাথে অসামঞ্জস্যপূর্ণ। বিএনপি মনে করে, ভিন্নমত দমনে সহিংসতা ব্যবহার করার প্রবণতা একটি স্বৈরাচারী মানসিকতারই প্রতিফলন।
 
ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং বহুদলীয় গণতান্ত্রিক সংস্কৃতি অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]