
পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলার মালিকপক্ষের মারধরে হেলাল হাওলাদার (২৪) নামে এক জেলের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের আল-আমিন আড়তে এ ঘটনা ঘটে।
নিহত হেলাল পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামের বাসিন্দা। আহতরা হলেন সাদ্দাম আকন (১৮) ও আসাদুল (২২)।
পরিবারের সদস্য ও সহকর্মী জেলেদের অভিযোগ, বৃহস্পতিবার সকালে মন্টু ফরাজীর মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার সমুদ্রে যাওয়ার জন্য প্রস্তুত করা হয়। তবে মঠবাড়িয়া থেকে আলীপুরে পৌঁছাতে দেরি হওয়ায় রাত ৯টার পর পৌঁছানো মাত্র মালিকপক্ষ ক্ষুব্ধ হয়ে ওঠে। এসময় মন্টু ফরাজীর নেতৃত্বে কয়েকজন তাদের মারধর করে। এরপর তিন জেলেকে ট্রলারে তুলে সাগরে পাঠানো হয়।
সাগরে পৌঁছানোর কিছুক্ষণ পরই তাদের শারীরিক অবস্থার অবনতি হয়। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক হেলালকে মৃত ঘোষণা করেন। আহত দুজন বর্তমানে চিকিৎসাধীন।
মহিপুর থানার ওসি মাহমুদ হাসান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং নিহতের পরিবার হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।