ফেসবুক-এক্স-ইউটিউবসহ নিবন্ধনবিহীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধের পথে নেপাল

আপলোড সময় : ০৬-০৯-২০২৫ ১২:২৫:৫২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০৯-২০২৫ ১২:২৫:৫২ পূর্বাহ্ন

নেপাল সরকার জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর মধ্যে যেগুলো এখনো সরকারি নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নেয়নি, সেগুলোর অ্যাক্সেস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ফেসবুক, এক্স (আগের টুইটার) এবং ইউটিউবের মতো বহুল ব্যবহৃত প্ল্যাটফর্মও অন্তর্ভুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 

সরকারি সিদ্ধান্তের পেছনে যুক্তি হিসেবে বলা হচ্ছে, কিছু ব্যবহারকারী ভুয়া পরিচয়ে অ্যাকাউন্ট খুলে অনলাইনে ঘৃণামূলক বক্তব্য ছড়ানো, মিথ্যা তথ্য প্রচার, সাইবার অপরাধে জড়িত হওয়া এবং সামগ্রিক সামাজিক স্থিতিশীলতা ক্ষুণ্ন করার মতো কর্মকাণ্ডে জড়াচ্ছে। ফলে অনলাইন পরিবেশ নিয়ন্ত্রণে আনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
 

এ বিষয়ে গত বৃহস্পতিবার (৪ আগস্ট) জারি করা এক নোটিশে নেপাল টেলিকমিউনিকেশন অথরিটি (এনটিএ)-কে সেসব প্ল্যাটফর্মের অ্যাক্সেস সীমিত বা সম্পূর্ণ বন্ধ করতে নির্দেশ দেয়া হয়েছে, যেগুলো এখনো নিবন্ধনের আওতায় আসেনি। তবে নোটিশে সুনির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়নি। সরকারের এই পদক্ষেপ কার্যকর হলে নেপালের অধিকাংশ জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের জন্য অচল হয়ে যেতে পারে।
 

প্রযুক্তি ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে সাম্প্রতিক বিশ্ব পরিপ্রেক্ষিতে এ ধরনের সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। যদিও ব্যবহারকারীদের তথ্য নিরাপত্তা ও সামাজিক শান্তি নিশ্চিত করাই মূল উদ্দেশ্য বলে জানাচ্ছে নেপাল সরকার।
 

সূত্র: ডয়েচে ভেলে

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]