মব ভায়োলেন্স কমেছে, নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০৩:৩৩:২৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০৩:৩৩:২৫ পূর্বাহ্ন
মব ভায়োলেন্স পুরোপুরি নিয়ন্ত্রণ না হলেও তা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২৪ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
 
সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে উপদেষ্টা বলেন, এমন ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 
তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। যদি কোনো পুলিশ সদস্যও এতে জড়িত থাকেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
 
জাতীয় নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদার করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ, আগের তুলনায় অনেক বেশি সক্রিয় ও মানবিক ভূমিকা পালন করছে।
 
তবে নির্বাচনকালে আইনশৃঙ্খলা রক্ষা শুধু সরকারের ওপর নির্ভর করে না বলেও মন্তব্য করেন তিনি। অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকেও এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান উপদেষ্টা। নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী সরকার সব ধরনের সহায়তা দেবে বলেও আশ্বস্ত করেন তিনি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]