
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী ও স্থানীয় বাসিন্দাদের জরুরি অবকাঠামো ও মৌলিক পরিষেবা উন্নয়নে ৮ কোটি ৬৭ লাখ ডলার অর্থায়ন অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার (২৪ জুন) এডিবির ঢাকা অফিস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এই অর্থায়নের মধ্যে ৫ কোটি ৮৬ লাখ ডলার অনুদান এবং ২ কোটি ৮১ লাখ ডলার সহজ শর্তে ঋণ হিসেবে দেওয়া হবে, যা ‘এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড (এডিএফ)’ থেকে সরবরাহ করা হবে।
‘ইন্টিগ্রেটেড সার্ভিসেস অ্যান্ড লাইভলিহুড ফর ডিসপ্লেসড পিপল ফ্রম মিয়ানমার অ্যান্ড হোস্ট কমিউনিটিস ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’-এর আওতায় কক্সবাজার ও ভাসানচর অঞ্চলে পানি, পয়োনিষ্কাশন, স্বাস্থ্যবিধি, রাস্তা ও সেতু, খাদ্য নিরাপত্তা, দুর্যোগ সহনশীলতা ও নিরাপত্তাসহ বিভিন্ন খাতে এই অর্থ ব্যয় করা হবে।
এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, এই সহায়তা মিয়ানমার থেকে বাস্তুচ্যুত জনগণের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং স্থানীয় জনগণের সঙ্গে সংহতি গড়ে তুলতে সহায়ক হবে। তিনি জানান, ২০১৮ সাল থেকে এডিবি এ খাতে অনুদান ও ঋণ মিলিয়ে মোট ১৭১.৪ মিলিয়ন ডলার দিয়েছে।
প্রকল্পের আওতায় কক্সবাজার ও ভাসানচরের প্রয়োজন বিবেচনায় পৃথক কৌশল গ্রহণ করা হবে, যা সরকারের প্রকল্প ব্যবস্থাপনার সক্ষমতা জোরদারে সহায়তা করবে।