রাজউকের প্লট বরাদ্দ জালিয়াতি মামলায় শেখ হাসিনা-রেহানাসহ আসামিদের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ

আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ১০:৪৬:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ১০:৪৬:১৩ পূর্বাহ্ন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দায়ের করা পৃথক তিন মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তীসহ আসামিদের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর)। সকালে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে এই সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।

আদালত সূত্রে জানা যায়, এর আগে মামলার জব্দতালিকাভুক্ত ৪৪টি নথি নিয়ে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এসব নথির মধ্যে ছিল শেখ রেহানার পক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রীকে প্লট বরাদ্দের আবেদনের চিঠি, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়মবহির্ভূতভাবে বরাদ্দের নির্দেশপত্র এবং আসামিদের দেওয়া মিথ্যা হলফনামার কপি।

সাক্ষ্যগ্রহণের প্রথম দিনে মামলার বাদীরা আদালতকে জানান, প্লট বরাদ্দ নিশ্চিত করতে শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সরাসরি শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ করেছিলেন। মামলার পরবর্তী কার্যক্রম আজকের শুনানিতে আদালতে উপস্থাপন করা হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]