দুর্নীতির মামলা বন্ধে টিউলিপের দাবি ‘হাস্যকর’: দুদক চেয়ারম্যান

আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০৩:১৪:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০৫:২১:৩১ পূর্বাহ্ন
ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের দুর্নীতির মামলা বন্ধের দাবি ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আব্দুল মোমেন।
 
মঙ্গলবার (২৪ জুন) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির মামলা ব্রিটেনের রাজনীতি ভেঙে দেবে—এমন দাবি উল্টোভাবে ব্রিটেনকেই খাটো করা।”
 
চেয়ারম্যান জানান, টিউলিপ আদালতে উপস্থিত না হলে তার অনুপস্থিতিতেই বিচার চলবে। দুর্নীতির অভিযোগে তলবসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
 
তিনি আরও বলেন, “টিউলিপ তদন্তে সহযোগিতা না করে আইনজীবীর মাধ্যমে মামলা বন্ধের চিঠি দিয়েছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
 
চিঠিতে টিউলিপ অভিযোগ করেছেন, মিথ্যা মামলার মাধ্যমে তাকে ব্রিটেনের রাজনীতিতে বিতর্কিত করার চেষ্টা করছে দুদক।
 
এ বিষয়ে চেয়ারম্যান স্পষ্ট করে বলেন, “একজন বাংলাদেশি নাগরিক হিসেবে তার বিরুদ্ধে প্রমাণ-আধারেই মামলা করা হয়েছে। তাকে দেশে ফিরে আদালতে আইনি মোকাবিলা করতে হবে।”
 
তিনি আরও জানান, টিউলিপসহ মামলার বিদেশে পলাতক আসামিদের দেশে ফেরাতে ইন্টারপোলসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা চাওয়া হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]