স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ একীভূত, নতুন কাঠামো কার্যকর

আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০১:০০:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০১:০০:৫৬ পূর্বাহ্ন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা জননিরাপত্তা বিভাগ এবং সুরক্ষা সেবা বিভাগকে একীভূত করে নতুন কাঠামো গঠন করেছে সরকার। বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
 

সরকারি গেজেটে উল্লেখ করা হয়েছে, এস.আর.ও নম্বর ৩৫৮-আইন/২০২৫ অনুসারে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এ সংশোধনী আনা হয়েছে। এর ফলে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি আলাদা উপশাখা—‘পাবলিক সিকিউরিটি ডিভিশন’ এবং ‘সিকিউরিটি অব সার্ভিসেস ডিভিশন’—একীভূত হয়ে একক প্রশাসনিক কাঠামোয় রূপ নিয়েছে।
 

সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই সংশোধন অনুমোদন দেন। ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম এখন থেকে নতুন কাঠামোর অধীনে পরিচালিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। এ ধরনের কাঠামোগত পরিবর্তন সরকারী কর্মকাণ্ডে সমন্বয় জোরদার এবং কার্যকারিতা বৃদ্ধির অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]