একদল মুক্তিযুদ্ধ বিক্রি করেছে, আরেক দল গণ-অভ্যুত্থান বিক্রি করছে: আমীর খসরু

আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০১:০০:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০১:০২:১৪ পূর্বাহ্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন, দেশে একদল মুক্তিযুদ্ধকে বিক্রি করেছে, আরেক দল ২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে বিক্রি করছে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থান নিয়ে বিএনপি কোনো কৃতিত্ব নিতে চায় না, কারণ এটি ছিল জনগণের সংগ্রাম ও অবদান।
 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে লড়াই শুরু হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে। শেখ হাসিনার বিদায়ের পর জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণে ব্যর্থ হলে কোনো রাজনৈতিক দলের টিকে থাকা সম্ভব নয়।
 

তিনি আরও বলেন, দেশকে বর্তমান সংকীর্ণ রাজনৈতিক ধারণা থেকে বের হয়ে আসতে হবে। গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় ফিরে যাওয়া উচিত ছিল অনেক আগেই। ইতিহাসে দেখা গেছে, বিপ্লবোত্তর যেসব দেশে দ্রুত নির্বাচন হয়নি, সেসব দেশে গৃহযুদ্ধ ও অস্থিরতা দেখা দিয়েছে।
 

অর্থনীতি প্রসঙ্গে তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকার থাকার কারণে বিনিয়োগ স্থবির হয়ে আছে, তবে নির্বাচনের ঘোষণা আসার পর থেকে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন।
 

গণতন্ত্র প্রসঙ্গে তিনি বলেন, শুধু ভোটের মাধ্যমে নির্বাচন হলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না; বরং সবার সমান অধিকার নিশ্চিত হলেই গণতন্ত্র কার্যকর হয়। বিএনপি ক্ষমতায় এলে ১৮ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি দলটি উন্নয়নের নামে জনগণকে বঞ্চিত না করে পরিকল্পিতভাবে দেশ পরিচালনার লক্ষ্য নিয়েই এগোচ্ছে বলে উল্লেখ করেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]