চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ১২৭, আক্রান্ত ছাড়াল ৩২ হাজার

আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ১২:৫৩:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ১২:৫৩:৪৩ পূর্বাহ্ন

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৪৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে আরও ২ জনের। এতে এ বছরের মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১২৭ জনে, আর আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৩২ হাজার ৯০০।
 

বুধবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত তথ্যে জানানো হয়, গত এক দিনে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৯৮ জন চট্টগ্রাম বিভাগে এবং ৮৭ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় শনাক্ত হয়েছেন। এছাড়া ঢাকা উত্তরে ৫৯ জন, ঢাকার বাইরের জেলাগুলোতে ৬৯ জন, বরিশালে ৭৮ জন, ময়মনসিংহে ২৪ জন, রাজশাহীতে ২১ জন, রংপুরে ৬ জন এবং সিলেটে ৩ জন রোগী ভর্তি হয়েছেন।
 

একই সময়ে ৪১৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ৩১ হাজারেরও বেশি ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আক্রান্তদের মধ্যে প্রায় ৬০ শতাংশ পুরুষ এবং ৪০ শতাংশ নারী।
 

২০২৪ সালে ৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৯৪৬ জনে এবং মৃত্যু হয়েছে ১২৭ জনের। এর বাইরে স্বাস্থ্য অধিদফতরের বার্ষিক হিসাবে দেখা যায়, চলতি বছর (১ জানুয়ারি–৩১ ডিসেম্বর) ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মোট মৃত্যু ৫৭৫ জন। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের এবং আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ।
 

বিশেষজ্ঞরা মনে করছেন, বর্ষা মৌসুম ও আবহাওয়ার পরিবর্তন ডেঙ্গু বিস্তারে বড় ভূমিকা রাখছে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতনতা ও কার্যকর পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]